• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আম বয়ানের মধ্য দিয়ে ৫৪তম বিশ্ব ইজতেমা শুরু

  অধিকার ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৫
বিশ্ব ইজতেমা
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর পাড়ে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ৫৪তম বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। আম বয়ানের বক্তা ছিলেন- পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। ময়দানে বয়ান, জিকির, তালিম আর মাশোয়ারায় মগ্ন ধর্মপাণ সব বয়সী মুসল্লিরা।

তবে এর আগেই গত বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাত থেকে সারাদেশ থেকে ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন মুসুল্লিরা। কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে ইজতেমা মাঠ।

এবারের ইজতেমা অনুষ্ঠিত হওয়া নিয়ে মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষ নিয়ে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল প্রশাসনের মাধ্যমে তার সমঝোতা হয়েছে। এর প্রেক্ষিতে উভয় অনুসারীদের আলাদা ব্যবস্থাপনায় দুদিন করে টানা চারদিন অনুষ্ঠিত হবে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা। শুরুর দুই দিনের ইজতেমায় মাওলানা জোবায়ের অনুসারীরা এবং পরবর্তী দুই দিন মাওলানা সাদ অনুসারীরা অংশ নেবে। এ উপলক্ষে ইজতেমা ময়দানের প্রায় এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল।

মাওলানা জোবায়ের অনুসারীদের বিশ্ব ইজতেমা আগামীকাল শনিবার দুপুরের আগে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে যে কোনো সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। পরে শনিবার রাত ১২টার মধ্যে তারা ইজতেমাস্থল ত্যাগ করবে।

আগামী রবিবার (১৭ ফেব্রুয়ারি) বাদ ফজর শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার কার্যক্রম। ১৮ ফেব্রুয়ারি সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে। এবার ইজতেমায় থাকছে না কোনো ধাপ বা পর্ব।

এবার বিশ্ব ইজতেমা ময়দানের তাঁবুর নিচে ৫০টি খিত্তায় বসে ইজতেমার মুরুব্বিদের বয়ান শুনবেন।

ইজতেমার সার্বিক বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হূমায়ূন কবীর জানান, বৃহস্পতিবার দুপুরের মধ্যে কয়েক লাখ মুসল্লি ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন। এ ছাড়া মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। এখানে বিভিন্ন দেশের মুসল্লিরাও রয়েছে। মুসল্লিদের সুবিধার্থে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে এবারের ইজতেমা অনুষ্ঠিত হোক এটাই সবার প্রত্যাশা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড