• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্ধ টেক্সটাইল মিলগুলো আবার চালু করা হবে : পাটমন্ত্রী

  অধিকার ডেস্ক    ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৪

গোলাম দস্তগীর গাজী
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (ছবি : সংগৃহীত)

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) মাধ্যমে বন্ধ টেক্সটাইল মিলগুলো আবার চালু করা হবে। সরকারি সহায়তায় হোক কিংবা অন্যকোনো মাধ্যমেই হোক টেক্সটাইল মিলগুলো আমরা চালু করব।’

রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) ভবনে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বন্ধ টেক্সটাইল মিলগুলো আবার চালু হলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের আগে বিদ্যুতের অভাব ছিলো কিন্তু এখন বিদ্যুতের কোনো ঘাটতি নেই। অর্থাৎ নতুন মিল চালু করতে হলে যে বিদ্যুতের দরকার সেটা আমরা দিতে পারব।’

পাটমন্ত্রী বলেন, ‘কোনো অব্যবহৃত জমি থাকবে না। যতো জমি ব্যবহৃত হবে দেশ তত এগিয়ে যাবে। সুতরাং দেশ এগিয়ে যাচ্ছে নতুন নতুন শিল্প কারখানা সৃষ্টি হচ্ছে। পিপিপির (পাবলিক প্রাইভেট পার্টশিপ) মাধ্যমে নতুন টেক্সটাইলগুলো কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার ব্যবস্থা করা হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড