অধিকার ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৮
আবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হতে যাচ্ছেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ারমার্শাল (অব.) ইনামুল বারী। চতুর্থবারের মতো তিনি চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন।
দু’একদিনের মধ্যে নতুন পর্ষদ গঠন করা হবে। পর্ষদ ভাঙার প্রায় দু’মাস পর এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়। বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, পরিচালনা পর্ষদ না থাকায় গত দুই মাস যাবত বিমানের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে।
উলেখ্য, গত ডিসেম্বর মাসে বিমান পর্ষদের সর্বশেষ বার্ষিক সভায় ইনামুল বারির নেতৃত্বাধীন পর্ষদ পদত্যাগ করেন। এরপর জাতীয় সংসদ নির্বাচন ও নতুন সরকার গঠনের কারণে বিমানের পর্ষদের গঠন কিছুটা পিছিয়ে যায়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। ওই সময় তিনি একজন দক্ষ ও পেশাদার চেয়ারম্যান ও এমডির সমন্বয়ে একটি শক্তিশালী পর্ষদ গঠনের পক্ষে মতামত প্রকাশ করেন। ইনামুল বারি ২০১৬ সালে সাবেক চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিনের স্থলাভিষিক্তি হয়েছিলেন।
বিমান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান হিসেবে এয়ার মার্শাল জামাল উদ্দিন আহম্মেদকে সরকার ২০০৯ সালে নিয়োগ দিয়েছিল। এরপর কয়েক দফায় তার মেয়াদ বৃদ্ধি করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিমানের চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০১৯
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড