• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুয়া চিকিৎসক আটক

  অধিকার ডেস্ক    ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৩

আটক
আটক ভুয়া চিকিৎসক রুমা আকতার (ছবি- সংগৃহীত)

চট্টগ্রামে রুমা আকতার (২১) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চিকিৎসক পরিচয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার অনেকের সঙ্গে প্রতারণা করেছেন তিনি।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, আটক রুমা আকতার নিজেকে চমেক হাসপাতালের চিকিৎসক বলে পরিচয় দিতেন। এর মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করতেন তিনি। ভুক্তভোগীদের নিকট থেকে এমন অভিযোগের ভিত্তিতে আটক করা হয় তাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণা কথা স্বীকার করেছেন তিনি।

এ সময় রুমার কাছ থেকে কয়েকটি অ্যাপ্রোন, চিকিৎসার সরঞ্জাম ও চাকরির ভুয়া নিয়োগপত্র জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় এজাহার দায়ের হয়েছে বলেও জানান ওসি।

এজাহারে সূত্রে জানা যায়, চমেক হাসপাতালে নার্সিং পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে রুমা আকতার ২০ থেকে ৩০ জনের কাছ থেকে টাকা নিয়েছেন। সম্প্রতিক সময়ে চাকরি দেওয়ার নাম করে আবিদা বেগমসহ (৩৪) কয়েকজন নারীর নিকট থেকে বড় অঙ্কের অর্থ নেন। পরে টাকা নিয়ে গা ঢাকা দিলে সোমবার নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড