• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এসএমই খাতের উন্নয়নে সুনির্দিষ্ট প্রস্তাব চান শিল্পমন্ত্রী

  অধিকার ডেস্ক    ২৯ জানুয়ারি ২০১৯, ১০:০২

শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

এসএমই খাতের উন্নয়নে আবর্তক তহবিল বৃদ্ধির পরিবর্তে বড় প্রকল্প গ্রহণ করতে হবে। এর মাধ্যমে উদ্যোক্তাদের সনাতনী দক্ষতার আধুনিকায়ন, গ্রামপর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। সোমবার (২৯ জানুয়ারি) শিল্প মন্ত্রণালয়ে এসএমই ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব চান শিল্পমন্ত্রী।

টেকসই এসএমই খাত গড়ে তুলতে হলে উদ্যোক্তাদের সনাতনী দক্ষতার আধুনিকায়ন জরুরি বলে উল্লেখ করেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, এ লক্ষ্যে উপযুক্ত প্রশিক্ষণ, বিপণন সুবিধা সৃষ্টি ও কর্মমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে। পাশাপাশি মন্ত্রী নারী এসএমই উদ্যোক্তা তৈরিতে বিশেষ প্রকল্প গ্রহণের জন্য ফাউন্ডেশনের দৃষ্টি আকর্ষণ করেন। এজন্য শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানেরও আশ্বাস দেন তিনি। এসময় বৈঠকে সরকারের ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে এসএমই খাতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সাথে চিহ্নিত ১৭৭টি এসএমই ক্লাস্টারের আধুনিকায়ন, পণ্য বিপণনে সহায়তা প্রদান, উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, গ্রামপর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে আবর্তক তহবিলের পরিমাণ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, সরকারের দেয়া ২০০ কোটি টাকা আবর্তক তহবিলের লভ্যাংশ দিয়ে তৃণমূল পর্যায়ে এসএমই কার্যক্রম প্রত্যাশিত পর্যায়ে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। বক্তারা এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ইশতেহার অনুযায়ী শ্রমঘন ক্ষুদ্র ও মাঝারি শিল্পায়ন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ খাতে সরকারের আর্থিক বরাদ্দ বাড়ানোর সুপারিশ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম, এসএমই ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের চেয়ারপারসন কেএম হাবিব উল্লাহ, সদস্য ড. মমতাজ উদ্দিন আহমেদ, কেএম আকতারুজ্জামান, সালাউদ্দিন মাহমুদসহ অন্যান্যরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড