• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে হামলা, কর্মকর্তাদের মারধর

  অধিকার ডেস্ক    ১৮ জানুয়ারি ২০১৯, ১৪:৩৭

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে হামলা
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে হামলা। (ছবি : সংগৃহীত)

বাংলাদেশি বিক্ষুব্ধ শ্রমিকরা কুয়েতে বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ ঘটনায় দূতাবাসের কাউন্সিলরসহ আহত হয়েছেন চারজন। শুক্রবার (১৮ জানুয়ারি) আরব টাইমস পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সেখানে আরও জানানো হয়, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) কুয়েতের বাংলাদেশি কয়েকশ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ থেকে একদল শ্রমিক কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ঢুকে ভাঙচুর চালায়।

প্রায় তিনশ বাংলাদেশি শ্রমিক কুয়েতের লেসকো কোম্পানিতে কাজ করছিলেন। তবে তিন মাস ধরে তারা বেতন পাচ্ছিলেন না। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সমাবেশ থেকেই দূতাবাসে হামলা চালায়।

এ ব্যাপারে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, 'শ্রমিকরা দূতাবাসে এলে তাদের আশ্বস্ত করা হয়, ওই কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে এ সমস্যার সমাধান করা হবে। তবে শ্রমিকরা তা না শুনেই বাংলাদেশ দূতাবাস ভাঙচুর করেছে।'

এ দিকে কুয়েত দূতাবাস ভাঙচুরের বেশ কয়েকটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যায় উত্তেজিত শ্রমিকরা দূতাবাস ভাঙচুর করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড