• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কালো তালিকাভুক্ত ৩৭ হজ এজেন্সির বিরুদ্ধে মামলা

  অধিকার ডেস্ক    ১৮ জানুয়ারি ২০১৯, ১০:৫৬

ধর্ম মন্ত্রণালয়

বেসরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রম পরিচালনায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩৭ হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

২০১৭ সালে হজ কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ ও সৌদি আরবে অনিয়মের অভিযোগ তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই এসব এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ) এম আরিফ আবদুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

যে সকল এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে তাদের তালিকা:

১। চট্টগ্রামের আল আমানত ট্রাভেলস (লাইসেন্স নম্বর ১১)

২। ঢাকার মতিঝিলের বুশরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর ৫৬৬)

৩। নয়াপল্টনের এমএস জামান এন্টারপ্রাইজ (লাইসেন্স নম্বর ৯২৫)

৪। নয়াপল্টনের দ্য ম্যাপিম ট্রাভেলস এজেন্সি অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর ১২৬৫)

৫। উত্তরার আল হজ ট্রাভেল ট্রেড (লাইসেন্স নম্বর ১৮)

৬। বনানীর ব্রাইট ট্রাভেলস (লাইসেন্স নম্বর ৪২)

৭। শ্যামপুরের আল বারি ট্রাভেলস ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ৬৩৫)

৮। ফকিরাপুলের ক্লাব ট্রাভেলস সার্ভিসেস (লাইসেন্স নম্বর ৭২০)

৯। পুরানা পল্টনের সাইদ এয়ার ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ১১৪৫)

১০। পুরানা পল্টনের ইউরো এশিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর ১৩৫৩)

১১। বিজয়নগরের মদিনা এয়ার ইন্টারন্যাশনাল এভিয়েশন (লাইসেন্স নম্বর ১০৪১)

১২। পুরানা পল্টনের সোহাইল এয়ার ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ১২৩৫)

১৩। ফকিরাপুলের এস আহমেদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস (লাইসেন্স নম্বর ১১৩০)

১৪। নয়াপল্টনের সোহারাদা ওহায়েদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর ১২১৪)

১৫। মিরপুর গাবতলীর হাজি হাফেজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর ১৩৫৮)

১৬। আগারগাঁওয়ের সোবহান এয়ার ট্রাভেলস (লাইসেন্স নম্বর ১১)

১৭। পুরানা পল্টনের জেটওয়ে ট্রাভেলস (লাইসেন্স নম্বর ১৪৫১)

১৮। ফকিরাপুলের হলি দারুলফজত হজ ওভারসিজ (লাইসেন্স নম্বর ১৪৬২)

১৯। পুরানা পল্টনের জেটওয়ে ট্রাভেল (লাইসেন্স নম্বর ১৪৫১)

২০। সাউথ এশিয়ান ওভারসিজ নেটওয়ার্ক (লাইসেন্স নম্বর ১২২২)

২১। মিরপুরের সানজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ১২৯)

২২। ফকিরাপুলের আল জিয়ারাত ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ২৪৬)

২৩। নয়াপল্টনের অ্যাসুরেন্স এয়ার সার্ভিসেস (লাইসেন্স নম্বর ২৫৯)

২৪। নয়াপল্টনের মিডিয়া ট্রাভেল সার্ভিসেস (লাইসেন্স নম্বর ২৭৩)

২৫। তেজগাঁওয়ের গোল্ডেন ট্রাভেল অ্যান্ড কার্গো সার্ভিসেস (লাইসেন্স নম্বর ৫৬২)

২৬। রামপুরার সাউথ এশিয়ান ওভারসিজ লিমিটেড (লাইসেন্স নম্বর ১২২২)

২৭। পশ্চিম আগারগাঁওয়ের সাওবন এয়ার ট্রাভেল (লাইসেন্স নম্বর ১৪৩০)

২৮। নয়াপল্টনের আল কাবা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর ১৪৬৪)

২৯। নয়াপল্টনের আল হায়াত এভিয়েশন (লাইসেন্স নম্বর ৬৪৮)

৩০। নয়াপল্টনের সেন্ট্রাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর ৭১৪)

৩১। পুরানা পল্টনের হিজল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস (লাইসেন্স নম্বর ৮২০)

৩২। ইব্রাহিম ট্রাভেলস (লাইসেন্স নম্বর ৮৩২)

৩৩। খিলগাঁওয়ের জিয়ারত-এ কাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস (লাইসেন্স নম্বর ৮৫৮)

৩৪। সাভারের এম এ এম ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর ৯১৬)

৩৫। পুরানা পল্টনের এম/এস ভোরগ্রিন ট্রাভেল অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর ৯৪৫)

৩৬। ফকিরাপুলের মাবরুর এয়ার ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ৯৭৩)

৩৭। পুরানা পল্টনের সোহায়েব এয়ার ইন্টারন্যাশনাল (লাইসেন্স নম্বর ১১৯২)

অভিযুক্ত এই ৩৭ এজেন্সির বিরুদ্ধে জামানত বাজেয়াপ্তসহ সর্বনিম্ন এক লাখ থেকে ১৫ লাখ টাকা জরিমানা, হজযাত্রীদের টিকিটের টাকা ফেরত এবং নির্দিষ্ট ব্যক্তিকে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকাসহ ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড