• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোহিঙ্গা ইস্যু : ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলাদেশ

  অধিকার ডেস্ক    ১৮ জানুয়ারি ২০১৯, ০১:১৮

রোহিঙ্গা
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের দৃশ্য। (ছবি : সংগৃহীত)

চলমান রোহিঙ্গা সংকট দ্রুত নিরসনে ইন্দোনেশিয়া সরকারের কাছ থেকে অব্যাহত সমর্থন চেয়েছে বাংলাদেশ।

বুধবার (১৬ জানুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে অভিনন্দন জানানোর জন্য টেলিফোন করলে তিনি এ আহ্বান জানান।

পরদিন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এদিন টেলিফোনের মাধ্যমে এ দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলাপ হয়।

সে সময় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। যা পারস্পরিক বোঝা-পড়া ও শ্রদ্ধার ভিত্তিতে আরও বৃদ্ধি পাবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড