• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষার মান উন্নয়নে কাজ করব : মন্ত্রী

  অধিকার ডেস্ক    ১৫ জানুয়ারি ২০১৯, ০১:২৬

নারায়ণগঞ্জ
শিক্ষামন্ত্রী দিপু মনি ও উপমন্ত্রী মহিবুল চৌধুরী নওফেল (ছবি- সংগৃহীত)

নারায়ণগঞ্জের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা খাতের উন্নয়ন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। তিনি বলেন, জেলার শিক্ষা ব্যবস্থা ও শিক্ষাখাতের বিষয়ে আমি অবগত আছি।

সোমবার (১৫ জানুয়ারি) বিকালে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে জেলা পরিষদ চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগ সভাপতি সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি সুযোগ সুবিধা বাড়ানো হবে। সব প্রতিষ্ঠানকে একটি নিয়ম ও শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে। যেখানে প্রকৃত শিক্ষা ও শিক্ষার মান উন্নয়নই প্রধান গুরুত্বে থাকবে। জেলার শিক্ষা সম্প্রসারণে পাশে আছি ও থাকবো।

এদিকে এর আগে মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন। এসময় সাক্ষাতে আসা সবাইকে স্বাগত জানান মন্ত্রী। পরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল চৌধুরী নওফেলকেও শুভেচ্ছা জানান নেতৃবৃন্দরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড