• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়াদা বাস্তবায়ন করতেই হবে : প্রধানমন্ত্রী

  অধিকার ডেস্ক    ১৪ জানুয়ারি ২০১৯, ০৪:৪১

শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর প্রথম দিন অফিস করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘যে ওয়াদা আমরা জাতির কাছে দিয়ে এসেছি, তা বাস্তবায়ন করতেই হবে। এটা করতে হলে কাজ করতে হবে।’

রবিবার (১৩ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি যেন আমাদের উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে বা আমাদের অর্জনগুলো ধ্বংস করে না দেয়, সে জন্য দুর্নীতি রোধ করাও আমাদের কর্তব্য। এর আগে আমাদের লক্ষ্য ছিল মাদকবিরোধী, সন্ত্রাসবিরোধী অভিযান । সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযানগুলো যেন অব্যাহত থাকে। তা ছাড়া দুর্নীতি যেন আমাদের উন্নয়নের পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। সে জন্য আমি বলব, অভিযানগুলো অব্যাহত রাখতে হবে। তার জন্য আমাদের এ অফিসটা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব কিন্তু অনেক বেশি।’

নিজের কার্যালয়ের কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমি অনুরোধ করব, বিভিন্ন মন্ত্রণালয় যে প্রকল্পগুলো গ্রহণ করেছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে।’

এর আগে, রবিবার সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

সশস্ত্র বাহিনী বিভাগে নিজের কার্যালয়ে প্রথম কর্মদিবসের প্রথম ভাগ কাটান। পরে সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। কার্যালয়ের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান। শুরুতেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ একটি উপস্থাপনায় নির্বাচনী ইশতেহার ও এসডিজি বাস্তবায়নে কর্মসূচি তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর চার উপদেষ্টা এইচটি ইমাম, মশিউর রহমান, তৌফিক-ই-এলাহী চৌধুরী ও তারিক আহমেদ সিদ্দিক বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড