• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পোশাক শিল্প : একমত শ্রমিক-মালিক

  নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি ২০১৯, ২১:৩০
শ্রম সচিব
ছবি : সংগৃহীত

পোশাক শ্রমিকদের মূল বেতন বাড়ানোসহ বেশ কিছু বিষয়ে একমত হয়েছেন শ্রমিক ও মালিকরা।

শনিবার(১২ জানুয়ারি) দুপুরে শ্রম মন্ত্রনালয়ে পোশাক শ্রমিকদের বেতন বৈষম্য নিরসনে পর্যালোচনা কমিটির ডাকা জরুরি সভা শেষে মালিক-শ্রমিকদের একাধিক প্রতিনিধি এ বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, আগামীকাল পূর্ব নির্ধারিত বেঠক আছে। ওই বৈঠক থেকে ভালো সিদ্ধান্ত আসতে পারে।

শ্রমিক-মালিক প্রতিনিধিরা বলেন, আজকের জরুরি বৈঠকে সমস্যা চিহ্নিতকরন ও দ্রুত সমাধানের বিষয়ে আমরা একমত হয়েছি। কিন্তু বেতন কত টাকা বাড়বে সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি ।

এদিকে, পোশাক শ্রমিকদের সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও মজুরি কাঠামো পর্যালোচনা কমিটির আহ্বায়ক আফরোজা খান।

বৈঠকে বিজিএমইএ’র সাবেক সভাপতি ও সংসদ সদস্য সালাম মুর্শেদী, বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, এফবিসিসিআই’র সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনসহ কমিটির ১২ সদস্য উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড