• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আল্লামা শফীর বক্তব্য রাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় : নওফেল

  অধিকার ডেস্ক    ১২ জানুয়ারি ২০১৯, ২০:৫২

শিক্ষা উপমন্ত্রী
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (ছবি : সংগৃহীত)

মেয়েদের স্কুল-কলেজে না পড়ানোর বিষয়ে হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর বক্তব্য রাষ্ট্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (১২ জানুয়ারি) সকালে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘নারী শিক্ষা নিয়ে আল্লাশা শফী যে বক্তব্য দিয়েছেন সেটা তার ব্যক্তিগত মতামত। তিনি বাংলাদেশের শিক্ষা নীতি প্রণয়ন বা শিক্ষা ব্যবস্থাপনা, পরিচালনা বা এ ধরণের শিক্ষা খাতের কোনো নির্বাহী দায়িত্বে নেই। তিনি দেশের একজন নাগরিক হিসেবে নিজের বিশ্লেষণ থেকে মন্তব্যটি দিয়েছেন।'

এর আগে, শুক্রবার (১১ জানুয়ারি) চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার ১১৮ তম বার্ষিক মাহফিলে শফীর দেওয়া একটি বক্তব্য ও ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। সেখানে বলা হয়, মেয়েদেরকে স্কুল-কলেজে না দিতে এবং দিলেও সর্বোচ্চ ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়ানোর জন্য ওয়াদা করিয়েছেন আহমদ শফী। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা শুরু হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড