• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাঁচ বছরে বিশ্বকে তাক লাগিয়ে দেব : এলজিআরডি মন্ত্রী

  অধিকার ডেস্ক    ১২ জানুয়ারি ২০১৯, ১৮:৪০

এলজিআরডি
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম (ছবি : সংগৃহীত)

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আগামী পাঁচ বছর হবে অত্যন্ত চমকপ্রদ উন্নয়নের বাংলাদেশ ও গ্রামগঞ্জে সর্বত্র উন্নত জীবনযাপনের সব সুযোগ-সুবিধা। সারা পৃথিবীকে তাক লাগিয়ে দেব।’

শনিবার (১২ জানুয়ারি) মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর নিজ এলাকা কুমিল্লার লাকসামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার এ উন্নয়নের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। উন্নত বাংলাদেশ গড়ার জন্য যে লক্ষ্য নিয়ে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে এতে করে আগামী পাঁচ বছরে বাংলাদেশ হবে হংকং, সিংগাপুরের মতো উন্নত ও সুন্দর দেশ।’

তাজুল ইসলাম বলেন, ‘গ্রাম হবে শহর- প্রধানমন্ত্রীর এ উক্তির লক্ষে পৌঁছাতে গ্রামের প্রতিটি পাড়ামহল্লায় ব্যাপক উন্নয়ন করতে হবে। গ্রামে উন্নয়নের ধারা অব্যাহত রাখলে গ্রামকে শহরে উন্নীত করা সম্ভব হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, `আমাদের সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। ব্যবসা-বাণিজ্য চাকরিক্ষেত্রে আমাদের দলের লোকজন অগ্রাধিকার পেলেও ১৬ কোটি মানুষের জীবনমানের কথা চিন্তা করে কোনো ক্ষেত্রে কাউকে অন্যায়ভাবে হয়রানি করা যাবে না। মানুষের সঙ্গে ভালো আচার ব্যবহার করলেই এ দেশের মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোখলেছুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব আলী, জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্যাহ কায়েস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড