• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দারুস সালামে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  অধিকার ডেস্ক

১২ জানুয়ারি ২০১৯, ১২:৪৫
পোশাক শ্রমিক
সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। ছবি সংগৃহীত

রাজধানীর দারুস সালাম থানাধানী এলাকায় এশিয়া সিনেমা হলের কাছে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ বিক্ষোভে অংশ নিয়েছে কয়েকটি পোশাক কারখানারা শ্রমিকরা। গেল সপ্তাহেও রাজধানীর মিরপুর, উত্তরায় টানা কয়েকদিন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন শ্রমিকরা।

তবে গেল কয়েকদিনের আন্দোলনে নতুন মজুরি কাঠামোর বাস্তবায়ন দাবি থাকলেও আজ শ্রমিকদের বেতন-ভাতার সমন্বয় ও ওই এলাকায় একটি গার্মেন্টসে দুই পোশাক শ্রমিককে মারধর করা হয়েছে অভিযোগ তুলে সড়কে নেমেছেন শ্রমিকরা।

শনিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি গার্মেন্টসের শ্রমিক সড়কে নামেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয় আশেপাশের এলাকায়।

জানা গেছে, দ্য ফাইনারি লিমিটেড, অ্যাপারেল এক্সপোর্ট লিমিটেড, ডেভিলন, আহম্মেদ ফ্যাশনস ও গোল্ডেন গার্মেন্টস নামে পাঁচটি পোশাক কারখানা রয়েছে ওই এলাকায়।

এরমধ্যে পোশাক শ্রমিকদের অভিযোগ, দ্য ফাইনারি লিমিটেডের আইরন ম্যান মিল্টন ও অন্য আরেক শ্রমিককে মারধর করা হয়েছে।

পোশাক শ্রমিকদের অভিযোগের সত্যতার বিষয়ে নিশ্চিত হতে কারখানা কর্তৃপক্ষের কারও সঙ্গে কথা বলা যায়নি। শ্রমিক বিক্ষোভে সবগুলো কারাখানাই ছুটি ঘোষণা করা হয়।

এ দিকে শ্রমিকদের অবরোধের বাধা না মেনে কয়েকটি মোটরসাইকেল যাওয়ার চেষ্টা করলে ড্রাইভার মারধর করা হয় ও বাইকটি ভাঙচুর করা হয়। এ ছাড়া এ সময় একটি কারও ভাঙচুর করা হয়।

এ দিকে শেওড়াপাড়া, টোলারবাগ, মিরপুর-১৪ থেকেও শ্রমিক বিক্ষোভের সংবাদ পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড