• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনিয়ম মেনে নেওয়া হবে না ঘোষণা ধর্ম প্রতিমন্ত্রীর

  অধিকার ডেস্ক

১১ জানুয়ারি ২০১৯, ১৫:৫২
শেখ মোহাম্মদ আব্দুল্লাহ
ছবি : সংগৃহীত

মন্ত্রণালয়ের কোনো অনিয়ম মেনে নেওয়া হ‌বে না ঘোষণা দিয়ে নতুন মন্ত্রীসভার সদস্য ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, কথা নয়, কাজ দিয়েই তা প্রমাণ করতে হবে।

শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা শহ‌রে তার নিজ বাসায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবি‌নিময় সভায় এসব ব‌লেন প্রতিমন্ত্রী।

এ সময় হাজিদের চোখে পা‌নি দেখ‌তে চাই না জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘হজ পালনকারীদের যেন কোনো সমস্যা পোহাতে না হয় তার সব ব্যবস্থা নেওয়া হ‌বে।’

দু‌র্নী‌তির প্রসঙ্গে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমি নি‌জে দু‌র্নী‌তি কর‌ব না, কাউকে দুর্নী‌তি করতে দে‌ব না। অন্য মন্ত্রণালয়ের চেয়ে ধর্ম মন্ত্রণালয়ে স্বচ্ছ থাকবে বলে তি‌নি জানান।

এর আগে গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ রাসেল কলেজের শিক্ষকরা ফুল দি‌য়ে তাকে স্বাগত জানান। পরে তি‌নি টু‌ঙ্গিপাড়ায় গওহর ডাঙ্গা মাদরাসায় মতবি‌নিময় ক‌রেন এবং সাব হুজুর শামছুল হক ফ‌রিদপু‌রির কবর জিয়ারত ও জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের সমাধি জিয়ারত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড