• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরীক্ষার প্রশ্নফাঁস রোধে কঠোর হব : উপমন্ত্রী নওফেল

  অধিকার ডেস্ক

১১ জানুয়ারি ২০১৯, ১৪:১৪
নওফেল
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি : সংগৃহীত

বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস রোধে কঠোর হব বলে জানিয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘আপনাদের সমর্থন নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছি। প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তার প্রতিদান দেব।’

শুক্রবার (১১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান শিক্ষা উপমন্ত্রী।

নতুন মন্ত্রিসভার সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আরও বলেন, ‘শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতিগ্রহণ করা হবে।’ এ সময় নিজের নির্বাচনি এলাকা চট্টগ্রামে নতুন করে স্কুল-কলেজ সরকারিকরণে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

এছাড়া নতুন শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘সরকারি স্কুল-কলেজগুলোর অবকাঠামো উন্নয়নসহ করে স্কুল-কলেজে আসন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।’

এ মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহসভাপতি খোরশেদ আলম সুজন, নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দীন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরসহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে দুই লাখ ২৩ হাজার ৬১৪ ভোট পেয়ে নির্বাচিত হন নওফেল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড