• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু আগামী এক মাসের মধ্যেই

  অধিকার ডেস্ক

৩১ মে ২০১৮, ২৩:১৬
পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু আগামী এক মাসের মধ্যেই

পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরুর দ্বারপ্রান্তে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী এক মাসের মধ্যেই এই প্রকল্পের কাজ শুরু হবে।

স্বপ্নের পদ্মা সেতুতে রেল সংযোগের এই বিষয় নিয়ে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প। ইতোমধ্যে এ প্রকল্পের অন্যান্য সব প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যে এ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হবে।’

আজ বৃহস্পতিবার (৩১ মে) রেল মন্ত্রণালয়ের সভাকক্ষে বুলেট ট্রেন চলাচলে রেল পথের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ ডিজাইনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এই মন্তব্য করেন। রেলমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে শুরু হয়ে পদ্মা সেতু অতিক্রম করে জাজিরা, ভাঙা, নড়াইল হয়ে যশোর পর্যন্ত যাবে। এ প্রকল্প বাস্তবায়নে আমরা সফল হয়েছি।’

চলতি বছরের ৬ মে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেছিলেন, ‘পদ্মা সেতুতে বাস ও ট্রেন একই সময়ে চলাচল শুরু হবে। সে লক্ষ্যেই কাজ চলছে।’

এ প্রকল্প বাস্তবায়নের মূল অর্থায়ন অর্থাৎ প্রায় ৩৫ হাজার কোটি টাকা আসবে চীন সরকারের দেয়া ঋণ থেকে। এই প্রকল্প সংক্রান্ত ঋণচুক্তি গত ২৭ এপ্রিল চীনের রাজধানী বেইজিংয়ে স্বাক্ষরিত হয়েছে। চীনের এক্সিম ব্যাংক মোট ২১ হাজার ৩৬ কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে। আর বাকি অর্থ আসবে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের ইতিহাসের সবচেয়ে বড় এ প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা-খুলনার দূরত্ব কমবে প্রায় ২১৩ কিলোমিটার। বর্তমানে ঢাকা থেকে খুলনা যেতে সময় লাগে ৯ ঘণ্টা। প্রকল্প সম্পন্ন হলে এই সময়ের দুরত্ব কমে এসে দাঁড়াবে মাত্র চার ঘণ্টায়। বাংলাদেশে প্রথম উড়াল রেলপথ হবে এটি যার ২১৫ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথে ২৩ কিলোমিটারই থাকবে উড়াল রেলপথ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড