• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোট গণনাকারীদের সতর্ক করলেন সিইসি

  অধিকার ডেস্ক    ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:১৮

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা (ছবি : সংগৃহীত)

ভোটের ফলাফল গণনাকারীদের ভুলে নির্বাচন যেন পণ্ড না হয় সে দিকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বুধবার (১৯ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটওয়্যার সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ই এম এস), ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) ও রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এ সতর্ক বার্তা দেন সিইসি।

নির্বাচনে ব্যবস্থাপনা কর্মকর্তা এবং ডাটা এন্ট্রি অপারেটরদের উদ্দেশে নুরুল হুদা বলেন, আপনাদের কোনো ভুলে যেন নির্বাচন পণ্ড না হয় সে দিকে সতর্ক থাকতে হবে।

এ দিকে নির্বাচনের দিন ভোটগ্রহণের সময় ইন্টারনেটের গতি নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করা হচ্ছে। তবে ভোটগ্রহণের সময় গতি কমানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের কথা না জানালেও বিকাল ৫টার পর থেকে গতি স্বাভাবিক থাকবে বলে বিশেষ অতিথির বক্তব্যে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দিন আহমদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড