• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেনা নামানো সময়সাপেক্ষ, তাই বিজিবি : ইসি রফিকুল

  অধিকার ডেস্ক    ১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:২৯

দৈনিক অধিকার
নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। (ছবি : সংগৃহীত)

সারা দেশে বিজিবি নামানোর ব্যাপারে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে জাতীয় ঐক্যফ্রন্টের সেনা মোতায়েন দাবির কারণে বিজিবি নামানো হয়েছে। তবে সেনা নামানো সময়সাপেক্ষ তাই এখনই তাদের নামানো যাবে না।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ‘২২ ডিসেম্বর বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) নামানোর পরিকল্পনা ছিল। কিন্তু শঙ্কা থাকায় আগাম নামালাম।

বিজিবি নামানোর কারণ জানিয়ে রফিকুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলসহ আপনারা (সাংবাদিক) সবাই অভিযোগ করছেন যে, মাঠের পরিবেশ পরিস্থিতি খারাপ হচ্ছে দিন দিন। তাই আমরা আপনাদের শঙ্কা কাটাতে মাঠে বিজিবি নামিয়েছি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে মাঠে বিজিবি নামানো হয়েছে। তবে কত আসনে নামানো হয়েছে তা আমি জানি না। পরিস্থিতি বিবেচনায় আগে পরে মাঠে নামানো হবে বিজিবি। যে স্থানে আগে দরকার সেখানে আগে নামানো হবে আর যেখানে পরে নামালেও চলবে সেখানে পরে নামানো হবে।

বিজিবি সদর দপ্তর থেকে ইতোমধ্যে মঙ্গলবার এক হাজার ছয়শ প্লাটুন নামানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড