• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

লেভেল প্লেয়িং ফিল্ডের সংজ্ঞা কী : সিইসি

  অধিকার ডেস্ক    ১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:০৩

দৈনিক অধিকার
সিইসি কেএম নূরুল হুদা। (ছবি : সংগৃহীত)

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে সিইসি কেএম নূরুল হুদা বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডের সংজ্ঞা কী? এ কথা বারবার বলা হয় কেন, লেভেল প্লেয়িং ঠিক নেই? কোথায় লেভেল প্লেয়িং ফিল্ড নাই, কিসের ফিল্ড ঠিক নাই?’

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনি কর্মকর্তাদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

কেন লেভেল প্লেয়িং ফিল্ড নেই জানতে চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন হাজারের বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এক হাজার ৮শর বেশি প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচনি এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।’

নির্বাচনের সুষ্ঠু পরিবেশের কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘প্রার্থীরা পথসভা করেন, মাইক ব্যবহার করেন, পোস্টার ছাপান, পোস্টার বিলি করেন, মানুষের কাছে যান, কেউ কোনোদিন তাদের বাধা দিয়েছে? সরকারি দল বা বিরোধী দল মিটিং-মিছিল আবার অনেক সময় শোডাউনও করছে। তাদের কি কেউ বাধা দিয়েছে? তাই যদি না হয় তাহলে নির্বাচনে প্লেয়িং ফিল্ড আছে বা নেই- এই প্রশ্নের অবকাশ নেই। তাহলে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা আসে কেন?’

নির্বাচনের ব্যাপারে তিনি আরও বলেন, ‘এবার রেকর্ডসংখ্যক প্রায় ৩ হাজার ৬০০ প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে এক হাজার ৮৪৬ জন প্রার্থী আছেন। অর্থাৎ গড়ে প্রতিটি আসনে ছয়জন। এতে প্রমাণ হয় যে, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে।’

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি মো. গোলাম ফারুকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড