• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ড. কামালের শ্রদ্ধা

  অধিকার ডেস্ক    ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:৩৭

ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন (ফাইল ফটো)

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান ঐক্যফ্রন্টের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন ড. কামাল হোসেনসহ ফ্রন্টের নেতাবৃন্দ।

এর আগে দিবসটি উপলক্ষে সকাল ৭টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পরে একে একে সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর বিশেষ দূত, মাননীয় মন্ত্রীগণ শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানগণ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শহীদ পরিবারের স্বজনরা। এরপর শ্রদ্ধা নিবেদন শুরু করে সাধারণ মানুষ।

দিবসটি উপলক্ষে দুপুর ২টায় রাজধানীর মোহাম্মদপুরে এবং বিকেল ৪টায় শ্যামপুরে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। জনসভায় নির্বাচনি প্রচারণার সাথে সাথে ধানের শীষ প্রার্থীর পক্ষে ভোট চাইবেন ফ্রন্টের নেতারা।

দিবসটির তাৎপর্য তুলে ধরে আজ বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

এদিকে দিবসটিকে কেন্দ্র করে বিকাল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলতনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড