• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আরিচায় যাত্রীবাহী বাসে আগুন

  অধিকার ডেস্ক    ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:২০

আরিচায় বাসে আগুন
ঢাকা-আরিচা মহাসড়কে অগ্নিকাণ্ডের শিকার যাত্রীবাহী বাস। (ছবি : সংগৃহীত)

ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশুলিয়ার বিশমাইল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় হওয়া এ অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে জানা যায়, গোপালগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণা শেষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গাড়ি বহর আশুলিয়ার বিশমাইল এলাকা পার হওয়ার পরপরই যাত্রীবাহী বাসটিতে এ আগুনের সূত্রপাত হয়।

বাসে আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিস সাভার ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়ে রাত পৌনে আটটায় ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। এ সময় গাড়িতে কোনো লোক ছিল না। আগুন লেগে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে।’

পরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, ‘আগুন লাগার খবর শোনা মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সে সময় কাউকে সেখানে পাওয়া যায়নি। গাড়ির চালক, সহকারী কেউই ছিল না। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড