• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৪ ডিসেম্বর থেকে নির্বাচনী মাঠে সেনাবাহিনী : ইসি সচিব

  অধিকার ডেস্ক    ১৩ ডিসেম্বর ২০১৮, ২৩:৪২

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। (ছবি : সম্পাদিত)

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২৪ ডিসেম্বর থেকে ১০ দিনের জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

এদিন রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে নির্বাচনের নিরাপত্তা নিয়ে আয়োজিত সভায় ইসি এ সিদ্ধান্ত নেয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আগামী ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে সশস্ত্র বাহিনীকে দেশের বিভিন্ন স্থানে মোতায়েন রাখা হবে।’

ইসি সচিব আরও বলেন, ‘আগামী ২২ ডিসেম্বর থেকে সারা দেশে বিজিবি সদস্যদের মোতায়েনের জন্য ইসি সচিবালয়ে একটি প্রস্তাবনাও পাঠিয়েছে, তবে এ বিষয়ে শনিবার (১৫ ডিসেম্বর) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘অনলাইনে অপপ্রচার এবং গুজব ছড়ানো বন্ধ করতে নির্বাচন কালে একটি নির্দিষ্ট সময়ের জন্য মোবাইল নেটওয়ার্ক ধীর গতির করে ফোর-জি থেকে টু-জিতে নামিয়ে আনার জন্য একটি প্রস্তাবনাও সভায় উত্থাপন করা হয়। তবে ইসি এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।’

নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষার্থে সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি বাড়তি প্রায় সাত লাখের বেশি নিরাপত্তা কর্মীকে মাঠ পর্যায়ে নিযুক্ত করা হবে।

উল্লেখ্য, নির্বাচনের নিরাপত্তা প্রসঙ্গে আয়োজিত সভায় র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি এবং গোয়েন্দা সংস্থাসহ সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ৬৬ রিটার্নিং কর্মকর্তা ও সকল জেলার পুলিশ সুপাররা (এসপি) অংশ নিয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড