• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

টুঙ্গিপাড়া থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন শেখ হাসিনা

  অধিকার ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৮, ১৬:৪১
শেখ হাসিনা
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রার্থনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনার মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন ছোট বোন শেখ রেহানা।

এর আগে সকাল ৮টার পর গণভবন থেকে বের হয়ে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান শেখ হাসিনা।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি জানানো হয়। এছাড়া রাজধানী ঢাকায় ফিরে আসার পথে মোট ৬টি কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী বলে জানানো হয়েছে।

সফর শেষে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সড়ক পথে ঢাকায় ফিরবেন শেখ হাসিনা। ফেরার পথে ৬টি কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী যে ৬টি কর্মসূচিতে অংশ নেবেন :

১. ফরিদপুর জেলার ভাঙ্গার মোড় এলাকায় নির্বাচনী গণসংযোগ কর্মসূচি ২. ফরিদপুরের মোড় এলাকায় নির্বাচনী গণসংযোগ কর্মসূচি ৩. রাজবাড়ী রাস্তার মোড়ে নির্বাচনী জনসভা ৪. মানিকগঞ্জ পৌরসভা এলাকায় নির্বাচনী জনসভা ৫. ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ হাসাপাতাল প্রাঙ্গণে নির্বাচনী জনসভা ৬. সাভার জলেশ্বর ৫নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী জনসভা

কর্মসূচি শেষে তিনি বৃহস্পতিবার রাজধানীতে ফিরবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড