• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইনজীবী হলেন স্বামীর আঘাতে দৃষ্টি হারানো রুমানা মঞ্জুর

  অধিকার ডেস্ক    ১১ ডিসেম্বর ২০১৮, ১২:০৮

রুমানা মঞ্জুর
রুমানা মঞ্জুর (ছবি : সংগৃহীত)

আইনজীবী হয়েছেন ২০১১ সালে স্বামীর আঘাতে অন্ধত্বের শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক রুমানা মঞ্জুর। ২০১১ সালে অন্ধত্বের শিকার হওয়ার সময় তিনি ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার শিক্ষার্থী ছিলেন। সাত বছর পর আইনজীবী হিসেবে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন ভয়াবহ পারিবারিক নির্যাতনে দৃষ্টিশক্তি হারানো এই নারী।

সম্প্রতি গণমাধ্যম সিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুমানা মঞ্জুর তার কঠিন সময়ের স্মৃতিচারণ করেন। তিনি জানান, অন্ধ হওয়ার পর ব্রেইলি পদ্ধতিতে আবারও পড়াশোনা শুরু করেন।

২০১৩ সালে মাস্টার্স শেষ করার পর কানাডার ইউবিসির পিটার এ. অ্যালার্ড স্কুল অব ল’তে পড়াশোনা শুরু করেন রুমানা। বর্তমানে তিনি জুনিয়র পরামর্শক হিসাবে কাজ শুরু করেছেন কানাডায় বিচার বিভাগের আদিবাসী আইন বিভাগে।

রুমানা মঞ্জুর জানান, কোনো অলস জীবন নয়, বরং একটি অর্থবহ জীবন কাটাতে চেয়েছিলেন তিনি। তাই দুঃখ না করে কিছু একটা করতে চেয়েছেন। আর সে লক্ষেই নিজেকে একজন ভালো আইনজীবী হিসেবে গড়ে তুলতে চান তিনি।

উল্লেখ্য, ২০১১ সালে কানাডা থেকে ছুটিতে দেশে এসে স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন রুমানা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড