• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সরকারি চাকরিতে প্রবেশে ‘ডোপ টেস্ট’ বাধ্যতামূলক 

  অধিকার ডেস্ক    ০৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সকল শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশের সময় ‘ডোপ টেস্ট’ বাধ্যতামূলক করার নির্দেশনা জারি করে পরিপত্র জারি করা হয়েছে। গত ৫ ডিসেম্বর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি পরিপত্র জারি হয়।

পরিপত্রে বলা হয়, সকল শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশের সময় বিদ্যমান অন্যান্য ব্যবস্থার সাথে ডোপ টেস্ট অন্তর্ভুক্ত করে এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রতিবেদন পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এর কাছে পাঠাতে হবে।

সরকারি চাকরি, ডোপ টেস্ট প্রজ্ঞাপন

প্রসঙ্গত, প্রতি বছর সরকাররের বিভিন্ন প্রতিষ্ঠানে হাজারো যুবক-যুবতী চাক্রিতে প্রবেশ করছে। এর আগে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নেয়া হতো।

এই মর্মে অভিযোগ রয়েছে ডোপ টেস্টের ব্যবস্থা না থাকায় মাদকাসক্তরাও সরকারি চাকরিতে প্রবেশ করছে। তাই সরকারি চাকুরিতে মাদকাসক্তদের প্রবেশ ঠেকাতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড