• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেইরি পণ্যের উন্নয়নে বাংলাদেশকে ৫শ মিলিয়ন ডলার দেবে বিশ্ব ব্যাংক

  অধিকার ডেস্ক    ০৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৪

বিশ্ব ব্যাংক

প্রাণিসম্পদ ও ডেইরি পণ্যের উন্নয়নে বাংলাদেশকে ৫শ মিলিয়ন ডলার দেবে বিশ্ব ব্যাংক। দেশের ক্রমবর্ধমান ডিম, মাংস ও দুধের চাহিদা পূরণ এবং এর মাধ্যমে নাগরিকদের পুষ্টি গ্রহণ বৃদ্ধিতে এত পরিমান ডলার প্রদান করা হবে।

বিশ্ব ব্যাংক তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, ২ মিলিয়ন ছোট পরিবারভিত্তিক কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারি কৃষিপণ্যভিত্তিক উদ্যোক্তার পণ্যের প্রসার ও বাজার সৃষ্টি হবে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে।

প্রাণিসম্পদ পণ্যের উৎপাদন বৃদ্ধি করে বাংলাদেশ তার জনগণের খাদ্য চাহিদা পূরণে সক্ষম হবে জানিয়ে বাংলাদেশ, ভুটান ও নেপালে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফন বলেন, প্রকল্পটিতে পল্লী অঞ্চলে নারী, যুবক ও অস্বচ্ছলদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। দেশের মোট শ্রমশক্তির ১৪ শতাংশ প্রাণিসম্পদ খাতে রয়েছে। কিন্তু পল্লীর ৭০ শতাংশ পরিবার এই প্রাণিসম্পদ উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত।

২০২১ সালের মধ্যে বাংলাদেশে বছরে ১ দশমিক ৫ বিলিয়ন ডিম, ০ দশমিক ৫ মিলিয়ন টন মাংস ও ৫ দশমিক ৯ মিলিয়ন টনেরও বেশি দুধের ঘাটতি দেখা দিতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড