• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাঁচ নারীর হাতে 'রোকেয়া পদক' তুলে দিলেন প্রধানমন্ত্রী

  অধিকার ডেস্ক    ০৯ ডিসেম্বর ২০১৮, ১১:৫০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

নারীর ক্ষমতায়নে বিভিন্ন অবদান রাখায় পাঁচ নারীর হাতে 'বেগম রোকেয়া পদক' তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বেগম রোকেয়া দিবস-২০১৮' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী।

'বেগম রোকেয়া পদক' প্রাপ্ত পাঁচ নারী হলেন- সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জিন্নাতুনন্নেসা তালুকদার, প্রফেসর জোগরা আনিস, শীলা রায়, রমা চৌধুরী (মরনোত্তর) ও রোকেয়া বেগম।

পদকপ্রাপ্তরা প্রত্যেকে ২৫ গ্রাম স্বর্ণের পদক, একটি সার্টিফিকেট ও দুই লাখ টাকা সম্মাননা পান।

বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর আজকের এই দিনে সারাদেশে সরকারিভাবে 'বেগম রোকেয়া দিবস' পালন করা হয়।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর এ দিবসে পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দেশব্যাপী সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড