• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বামীরা স্ত্রীর নামে সম্পদ দিয়ে পার পেয়ে যাচ্ছেন : দুদক চেয়ারম্যান

  অধিকার ডেস্ক    ০৬ ডিসেম্বর ২০১৮, ২১:৪৭

ইকবাল মাহমুদ
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ (ফাইল ছবি)

স্বামীরা স্ত্রীর নামে সম্পদ দিয়ে পার পেয়ে যাচ্ছেন উল্লেখ করে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘আমরা খালি চোখেই বুঝতে পারছি স্ত্রীরা নির্দোষ কিন্তু কিছুই করার থাকছে না।’

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুদক সদর দফতরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসকে কেন্দ্র করে অনুষ্ঠিত গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন দুদক চেয়ারম্যান।

মতবিনিময় সভায় দুর্নীতি’র বিষয়ে ইকবাল মাহমুদ আরও বলেন, ‘বিদ্যমান সিস্টেমের কারণেও অনেকে দুর্নীতি করতে বাধ্য হচ্ছেন। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে তাদের আমলনামা সংগ্রহ করা হচ্ছে।’

গত তিন বছরে ছয় শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে দুদক বলে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘ফাঁদ মামলা পরিচালনা করে ঘুষ নেওয়া অর্ধশতাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামায় স্বামীর চেয়ে স্ত্রীরা বেশি সম্পদশালী প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘সত্যি বলতে কি- নারীর কারণে অনেক মামলা আটকে আছে। স্বামীরা স্ত্রীর নামে সম্পদ দিয়ে পার পেয়ে যাচ্ছেন। আমরা খালি চোখেই বুঝতে পারছি স্ত্রীরা নির্দোষ কিন্তু কিছুই করার থাকছে না। তাদের কাছে সম্পদের বিষয় জানতে চাইলে অধিকাংশ স্ত্রীই বলছেন- ‘তারা কিছুই জানেন না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড