• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইজতেমা ময়দান প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী 

  অধিকার ডেস্ক    ০১ ডিসেম্বর ২০১৮, ২১:২৭

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ছবি : সংগৃহীত)

জাতীয় নির্বাচন পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দান পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘নির্বাচনের পর আলোচনা করে সময় নির্ধারণ করে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।'

শনিবার (১ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলীগ জামাতের দুই গ্রুপের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ইজতেমার ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা সাদ ও ইব্রাহিম দুই গ্রুপের সংঘর্ষের ঘটানায় বিবাদ নিষ্পত্তি করতে এ সভা ডাকা হয়েছিল। সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ‘একদিকে তদন্ত চলবে অপরদিকে এ সময়ের মধ্যে দু’গ্রুপের বিবাদ নিষ্পত্তি করার উদ্যোগও নেওয়া হবে।’

এ সময় সভায় উপস্থিত ছিলেন- মাওলানা সাদ এর সমর্থিত গ্রুপের ওয়াসিফুর ইসলাম ও ইব্রাহিম দৌলা সমর্থিত গ্রুপের মাওলানা জুবায়ের হোসেনের পক্ষে আশরাফ আলী ও আব্দুল কুদ্দুস।

প্রসঙ্গত, গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগের মাওলানা জুবায়ের ও ভারতের মাওলানা সা’দ অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও দুই পক্ষের শতাধিক অনুসারী আহত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড