• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

উন্নয়নের বিচারের ভার জনগণের ওপর: প্রধানমন্ত্রী

  অধিকার ডেস্ক    ২২ নভেম্বর ২০১৮, ১৬:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গত ১০ বছরে দেশের পরিবর্তনের মূল্যায়ন জনগণকেই করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উন্নয়নের বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিলাম। আপনারাই বিচার করে দেখবেন।’

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চামড়াজাত পণ্য নিয়ে ৩ দিনের বৈশ্বিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, '২০০৯ থেকে আমরা ক্ষমতায় আছি। প্রায় দশ বছরের কাছাকাছি হয়ে গেল। আমি আপনাদের কাছেই ছেড়ে দিচ্ছি, আপনারাই বিচার করে দেখবেন যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি, দেশের মানুষের কর্মসংস্থান। সমস্যাগুলো সমাধান করা যেমন বিদ্যুতের সমস্যা ছিল আজকে বিদ্যুতের কোনো সমস্যা নাই। দেশের এসব পরিবর্তন আপনাদেরকেই (জনগণ) মূল্যায়ন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক কূটনীতির পরিবর্তে এখন অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ।’

পুনরায় নির্বাচিত হলে চট্টগ্রাম ও রাজশাহীতে চামড়া শিল্পাঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়ে আ.লীগের সভানেত্রী বলেন, ‘আমি নির্বাচিত হলে শিল্পাঞ্চল ও ট্যানারি নির্মাণ করব। অন্যথায় আপনারা নিশ্চিত করবেন যে নতুন সরকার এই পরিকল্পনা বাস্তবায়ন করবে।’

চামড়া শিল্প ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘সব সময় আপনাদের মাথায় রাখতে হবে আরও কোন কোন দেশে আমরা রপ্তানি করতে পারি। কোন দেশের চাহিদা কি, কোথায় আমরা আমাদের রপ্তানিটা বাড়াতে পারি। তাহলে আমাদের উৎপাদনও যেমন বাড়বে, দেশের মানুষের কর্মসংস্থান বাড়বে, ব্যবসায়ীদের ব্যবসা এবং রপ্তানি উভয়ই বৃদ্ধি পাবে। এজন্য আমাদের বাজেটও বাড়াতে হবে এবং প্রণোদনাও দিতে হবে।’

আওয়ামী লীগ সরকার নিজেরা ব্যবসা করে না, বরং ব্যবসায়ীদের জন্য সুযোগ সৃষ্টি করে দেয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ব্যবসা করবার মতো পরিবেশ সৃষ্টি করা, সুযোগ সৃষ্টি করা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাজার অন্বেষণ করে যাতে আমাদের পণ্য রপ্তানি করতে পারি। সেদিকে যেমন দৃষ্টি দেই পাশাপাশি দেশের অভ্যন্তরে মানুষের আর্থ-সামাজিক উন্নতি যাতে হয়, যাতে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে এবং আমাদের দেশের ভেতরে যাতে নিজস্ব বাজার তৈরি হতে পারে সে দিকে বিশেষ দৃষ্টি দিয়ে আমাদের অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সফিউল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড