• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক দিন পর স্বাভাবিক ‘স্কাইপ’

  অধিকার ডেস্ক    ২০ নভেম্বর ২০১৮, ১৯:৫৩

স্কাইপ
ছবি : প্রতীকী

ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপের কার্যক্রম আজ মঙ্গলবার বিকাল থেকে আবার শুরু হয়েছে। স্থানীয় নিয়ন্ত্রকরা অ্যাপটি খুলে দিয়েছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সেক্রেটারি জেনারেল এমদাদুল হক বলেন, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্কাইপ খুলে দেওয়ার জন্য আজ বিকাল ৪টা ২৫ মিনিটে একটি মেইল দেয়। পরে বিকাল সাড়ে ৪টা থেকে দেশব্যাপী স্কাইপের সেবা পুনরায় চালু করা হয়। এখন এই অ্যাপটির মাধ্যমে দেশ-বিদেশ থেকে যোগাযোগ করতে পারছেন।

এ ব্যাপারে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, দেশব্যাপী স্কাইপের সেবা পাওয়া যাচ্ছে। স্কাইপ ব্যবহারে কারিগরি ত্রুটি ছাড়া কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়।

এর আগে গতকাল সোমবার তারা বিটিআরসির কাছ থেকে একটি মেইল পেয়েছিলেন। এতে স্কাইপের মাধ্যমে দেশ-বিদেশে সব ধরনের যোগাযোগ স্থগিত করতে নির্দেশ দেওয়া হয় বলে জানান এমদাদুল হক।

তবে বিটিআরসি চেয়ারম্যানের দাবি, স্কাইপ বন্ধ করার কোনো নির্দেশনা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে দেওয়া হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড