• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আধুনিকায়ন হচ্ছে বনানী পার্ক

  অধিকার ডেস্ক    ২০ নভেম্বর ২০১৮, ১৩:২০

বনানী পার্ক
বদলে যাচ্ছে বনানী পার্ক (ছবি: প্রতীকী)

বদলে যাচ্ছে বনানী পার্ক। বনানীর ১৮ নম্বর সড়কে অবস্থিত বনানী ক্লাব মাঠটি আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সংস্কার করা এ পার্কটি হবে খোলামেলা, সবুজ আর ছায়াঘেরা। থাকবে শিশুদের বিনোদনের ব্যবস্থাসহ নানা আয়োজন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার ২২টি পার্ক ও ৮টি খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নিয়েছে ডিএনসিসির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এগুলোর মধ্যে বনানী ক্লাব মাঠটিও রয়েছে এই তালিকায়।

বনানী ক্লাব মাঠের আয়তন ১ দশমিক ২১ একর। পার্কটি সংস্কারে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৭৫ লাখ টাকা। সংস্কার কাজ ২০১৯ সালের মার্চ মাসের মাঝে শেষ করার কথা রয়েছে।

ডিএনসিসি সূত্রে জানা যায়, পার্কের নকশা তৈরির সময় এলাকাবাসীর মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। পার্কে কোনো ধরনের বড় স্থাপনা থাকবে না। ইতোমধ্যে সেখানে আছে খেলার মাঠ। আর মাঠে থাকবে পার্কের সুবিধা। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য থাকবে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পার্কটির অন্যতম বৈশিষ্ট্য হবে, এটি যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে নগরবাসীর জন্য আশ্রয়স্থল হবে।

পার্কের আধুনিকায়ন করা হলে বেশ কিছু নতুনত্ব নিয়ে বদলে যাবে বনানীর এই পার্ক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড