• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকের বিষয়ে সিইসির সঙ্গে পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

  অধিকার ডেস্ক    ১৯ নভেম্বর ২০১৮, ২০:৫৮

নির্বাচন কমিশন। (ফাইল ছবি)

একাদশ সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকের বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

সোমবার (১৯ নভেম্বর) বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব বৈঠক শেষে বলেন, ‘আসন্ন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে কথা বলতে এসেছিলাম। তাদের জন্য কমিশনের কী ব্যবস্থাপনা রয়েছে তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।’

যুগ্ম সচিব আসাদুজ্জামান এ বিষয়ে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে নির্বাচন কমিশনের আয়োজন জানতে চেয়েছেন। এ বিষয়ে কমিশনের যে নীতিমালা রয়েছে তার একটি কপি তাকে সরবরাহ করা হয়েছে। তবে কোন কোন দেশ থেকে কে বা কারা নির্বাচন পর্যবেক্ষণে আসবেন সেই বিষয়ে কোনও আলোচনা হয়নি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড