• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তারেকের ভিডিও কনফারেন্সের প্রমাণ পেলে ব্যবস্থা: ইসি

  অধিকার ডেস্ক    ১৮ নভেম্বর ২০১৮, ১৬:৫৬

তারেন রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও নির্বাচন ভবন (ছবি : সম্পাদিত)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ভিডিও কনফারেন্সের বিষয়ে যদি কেউ প্রমাণসহ অভিযোগ দেয় তার বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

রবিবার (১৮ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দেশে থাকলে তারেক রহমান ভিডিও কনফারেন্স করতে পারতেন কি না সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘যদি কোনো দণ্ডপ্রাপ্ত আসামি হন, তাহলে অবশ্যই তার জেলে বা পলাতক থাকার কথা। কেউ জেলে থাকলে এই ধরনের কাজ করার কথা না। জেল থেকে যদি উনি জামিনে আসতেন, তাহলে করলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু এক্ষেত্রটা সম্পূর্ণ ভিন্ন। আইনের কাভারেজ কতটুকু কি আছে এগুলো দেখে আমরা একটি সিদ্ধান্ত নিতে পারব।’

প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, বাছাই ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড