• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

থার্টি ফার্স্ট নাইট উদযাপনে নিষেধাজ্ঞা

  অধিকার ডেস্ক    ১৮ নভেম্বর ২০১৮, ১৩:৪৭

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ফটো)

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে নিরাপত্তা রক্ষায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া সব ধরণের আতশবাজিও নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার (১৮ নভেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এক কথা জানানো হয়।

নির্বাচনের কারণে এবার থার্টিফার্স্ট রাতে কোনো অনুষ্ঠান না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার সচিবালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন বলেন, আগের দিনই অনুষ্ঠিত হবে দেশের একাদশ জাতীয় নির্বাচন এবং পর দিন ইংরেজি বর্ষ বিদায়ের আনুষ্ঠানিকতা। নির্বাচনের কারণে আড়ম্বর কোনো আয়োজন না রাখার তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। থার্টিফার্স্ট নাইটে কোথাও কোনো আতশবাজি বা পটকা ফোটানো যাবে না বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম উৎসব বড়দিনে প্রতিটি গির্জায় নিজস্ব স্বেচ্ছাসেবক রাখাসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড