• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শহিদুল আলমের জামিন স্থগিত চেয়ে আবেদন রাষ্ট্রপক্ষের

  অধিকার ডেস্ক    ১৮ নভেম্বর ২০১৮, ১২:২১

শহিদুল আলম
শহিদুল আলম (ফাইল ফটো)

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ।

রবিবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে চেম্বার আদালতে এ আবেদন করা হয়।

এর আগে গত ১৫ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শহিদুলের জামিনের আবেদন মঞ্জুর করেন।

তবে জামিন মঞ্জুরের আদেশ পাওয়ার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে তারা আবেদন করবেন। আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী জোতির্ময় বড়ুয়া।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জুলাই সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিচারের দাবিতে রাস্তায় নামে দেশের সব স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। আর এ ঘটনায় সে সময় আলোকচিত্রী শহিদুল আলম আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা টেলিভিশনে একটি সাক্ষাৎকার দেন। মূলত এরপরই তাকে গ্রেফতার করা হয়।

পরে গত ১২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় এ আলোকচিত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড