• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নয়াপল্টনে সংঘর্ষ : 'তদন্ত প্রতিবেদন' চেয়ে আইজিপিকে ইসির চিঠি

  অধিকার ডেস্ক    ১৬ নভেম্বর ২০১৮, ০১:০৮

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন ভবন। (ফাইল ছবি)

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা গাড়ি ভাংচুর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং বিএনপি অন্তত ৬০ জন নেতাকর্মীকে গ্রেফতারসহ নানা বিষয়ের ওপর তদন্ত প্রতিবেদন চেয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকালে ‘তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে’ একটি চিঠি আইজিপি বরাবর পাঠানো হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

কবিতা খানম গণমাধ্যমকে বলেন, ‘নয়াপল্টনের ঘটনার তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দিতে পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার এবং ইসি সচিব সই করেছেন। চিঠিতে আগামী ১৮ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রতিবেদনটি জমা দেওয়ার কথাও বলা হয়েছে।’

পুলিশ সম্পূর্ণ বিষয়টির তদন্ত করবে উল্লেখ করে এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘প্রথমে পুলিশ পুরো বিষয়টির তদন্ত করবে। আর তারপর কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দেবে। এরপর কমিশন তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনা-সমালোচনা করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় কমিশন বিব্রত। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকালেই এই চিঠি আইজিপির কাছে পৌঁছে দেওয়া হয়।’

এ ঘটনায় কারা প্রকৃত দোষী সে বিষয়টি জানা উচিত উল্লেখ করে ইসির এ অতিরিক্ত সচিব বলেন, ‘নির্বাচন কমিশন আসলে জানতে চায় কার দোষ। অতি উৎসাহী হয়ে কোনো পুলিশ কর্মকর্তা এই ঘটনার সূত্রপাত ঘটিয়েছে নাকি বিএনপির অতি উৎসাহী কর্মীরা ঘটনার সূত্রপাত করেছে বিষয়টি কমিশন জানতে চায়। তদন্ত প্রতিবেদন হাতে পেলে কমিশন সিদ্ধান্ত নেবে আসলে দোষীদের বিরুদ্ধে ঠিক কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যাবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড