• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোহিঙ্গাদের জোরপূর্বক মিয়ানমারে ফেরত পাঠানো হবে না : পররাষ্ট্রমন্ত্রী

  অধিকার ডেস্ক    ১৬ নভেম্বর ২০১৮, ০০:২৯

মাহমুদ আলী
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। (ফাইল ছবি)

বাংলাদেশে বসবাস করা রোহিঙ্গাদের জোর করে মিয়ানমারে ফেরত পাঠানো হবে না। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

চলমান রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া প্রসঙ্গে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের অবহিত করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, ‘বাংলাদেশ রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত যেতে জোর করছে বলে বর্তমানে একটি নেতিবাচক প্রচারণা রয়েছে। বাংলাদেশ কেনো তাদের দেশ ছাড়তে জোর করবে? এই দেশই তো তাদের আশ্রয় দিয়েছে। তাদের এখন জোর করে মিয়ানমারে ফেরত পাঠানোর কোনো প্রশ্নই আসে না।’

সে সময় মাহমুদ আলী আরও জানান, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি মূল্যায়নের জন্য রোহিঙ্গা শিবিরের প্রধানদের (মাঝি) ইউএনএইচসিআরের উদ্যোগে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে জাপান। আর সরকার এ বিষয়ে কাজ করে যাচ্ছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘মুলতবি’ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তারা (রোহিঙ্গারা) নিজ দেশে ফিরে যেতে অস্বীকার করায় আজ এটা হয়নি, তবে তা পরে হতে পারে।’

তবে কবে নাগাত এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে পারে- সে প্রশ্নের জবাবে মন্ত্রী সুনির্দিষ্টভাবে কোনো উত্তর দিতে পারেননি।

অন্যদিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্থ শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ আবুল কালাম বলছেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন আপাতত স্থগিত করা হয়েছে, কারণ তারা মিয়ানমারে ফিরে যেতে চায় না।’

সে সময় আবুল কালাম আরও বলেন, ‘আমরা তাদের সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সময় দিয়েছিলাম এবং অপেক্ষা করেছি, তবে সে সময় কেউ ফিরে যেতে রাজি হয়নি। রোহিঙ্গারা যখন রাজি হবে তখন আবারো এই প্রক্রিয়া পুনরায় শুরু হবে।’

উল্লেখ্য, বাংলাদেশ ও মিয়ানমার মোট ১৫০ জন রোহিঙ্গাকে বৃহস্পতিবার বিকালে প্রাথমিকভাবে প্রত্যাবাসন করতে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে এর আগেই রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে এখনই ফিরে যেতে ইচ্ছুক নয় বলে জানালে পূর্বনির্ধারিত এ প্রক্রিয়া আর সম্পূর্ণ করা হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড