• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনের ১০ দিন আগে মাঠে সেনাবাহিনী থাকবে : ইসি সচিব

  অধিকার ডেস্ক

১৫ নভেম্বর ২০১৮, ১৩:১২
হেলালুদ্দীন আহমদ
নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ (ফাইল ছবি)

একাদশ সংসদ নির্বাচনের দুই থেকে ৩ দিন অথবা ৭ থেকে ১০ দিন আগে নির্বাচনী এলাকায় সেনাবাহিনী যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি আরও বলেন, ‘ওই সময় নির্বাচনী এলাকায় বিজিবি’ও (বাংলাদেশ বর্ডার গার্ড) মোতায়েন করা হবে।’

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সংসদ নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন জোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন করার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে, সেনা মোতায়েনের বিরোধিতা করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলেছে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনা মোতায়েন করার কোনো সুযোগ নেই। স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা দায়িত্ব পালন করতে পারে।

তখন নির্বাচন কমিশন বলেছিল, সেনা মোতায়েনের চিন্তা তাদের রয়েছে। তফসিলের পর কমিশন বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার বিষয়টি এতদিন ইসির চিন্তার মধ্যে থাকলেও বৃহস্পতিবার সরাসরি এ নিয়ে তাদের বক্তব্য এলো।

এ সময় অনুষ্ঠানে নির্বাচনের বিষয়ে ইসি কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘এবার নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানো যাবে না।’

এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে মাহবুব তালুকদার বলেন, ‘যদি কেউ নির্বাচনকে ভণ্ডুল করতে চায়, তবে আইনের মধ্যে থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড