• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগামী ৭ দিনের মধ্যে রাজনৈতিক পোস্টার নামানোর নির্দেশ

  নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর ২০১৮, ১৫:১৫
ইসি সচিব
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ (ফাইল ছবি)

প্রতীক বরাদ্দের আগে কেউ নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবে না জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘আগামী সাত দিনের মধ্যে আগাম প্রচার-প্রচারণা সংক্রান্ত বিষয়াদি সরিয়ে ফেলতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তার কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন (ইসি) সচিব এ কথা বলেন।

এ সময় নিবন্ধন নেই এমন দলগুলো সম্পর্কে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘যেসব দলের নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন নেই সে সব দলও নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করতে পারবে। সেক্ষেত্রে দলগুলোকে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে হবে।’

এছাড়া তিনি বলেন, ‘কোনো নিবন্ধিত রাজনৈতিক দল যদি কোনো অনিবন্ধিত দলের প্রার্থীকে নমিনেশন দেয়, তাতে আমরা বাধা দিতে পারব না।’

জামায়াতের নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তারা অন্য কোনো দলের প্রতীকে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইলে তাদেরকে আটকানোর মতো আইন বাংলাদেশে নেই।’

জোটগতভাবে নির্বাচন করতে চাইলে ৩ দিনের মধ্যে কমিশনকে জানাতে হবে উল্লেখ করে হেলালুদ্দীন আহমদ আরও জানান, ‘আজকেই (শুক্রবার) দলগুলোকে এ বিষয়ে জানাতে চিঠি দেওয়া হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড