• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএসএফ'র গুলিতে আরও ১ বাংলাদেশী নিহত, গুলিবিদ্ধ ২

  সুমন খান, লালমনিরহাট:

৩০ মার্চ ২০২৪, ১৫:৫৬
বিএসএফ'র গুলি

চার দিনের ব্যবধানে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশী নিহতের ঘটনা ঘটলো। শনিবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর উপজেলার বুড়িরহাট বেলতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দু’জন। এর আগে গত ২৬ মার্চ নওগাঁ সীমান্তে বিএসএফ'র গুলিতে আরও এক বাংলাদেশী হত্যার ঘটনা ঘটে।

নিহত মুরলি বর্মণ রায় চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। এ নিয়ে গত চার দিনের ব্যবধানে লালমনিরহাট সীমান্তে দ্বিতীয় বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা ঘটালো বিএসএফ।

বিজিবি ও পুলিশ জানায়, শনিবার রাতে মুরলি চন্দ্রসহ প্রায় ১৫-২০ জনের একটি বাংলাদেশির দল গরু আনতে সীমান্তে যায়। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মুরলিসহ মিজানুর ও লিটন মিয়া নামে অপর দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন। পরে তাদের সহযোগীরা আহতদের উদ্ধার করে নিয়ে আসলে মুরলি চন্দ্র বর্মণ মারা যান। গুলিবিদ্ধ অপর দুই বাংলাদেশি অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন রয়েছেন।

তবে নিহত মুরলি চন্দ্র বর্মণ মরদেহ কালীগঞ্চ থানায় রয়েছে বলে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির নিশ্চত করেছেন।

এ ঘটনায় প্রতিবাদ জানানোসহ বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড