• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১  |   ৪১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্ব যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অধিকারের নির্বাহী সম্পাদক

  নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৪
রাশিয়ায় বিশ্ব যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন গোলাম যাকারিয়া
সাংবাদিক গোলাম যাকারিয়া

রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে (সোচি) আগামী ১-৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব যুব উৎসব বা ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক যুব সহযোগিতা বৃদ্ধির আদেশ অনুসারে দেশটিতে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আর এই আয়োজনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন সাংবাদিক গোলাম যাকারিয়া।

বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এবারের বিশ্ব যুব উৎসবে বাংলাদেশ থেকে মোট ৯৫ জন তরুণ-তরুণী বিশ্ব দরবারে তুলে ধরবেন নিজেদের দেশকে। এছাড়া নতুন নতুন ধারণার মাধ্যমে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে আরও বড় আঙ্গিকে তুলে ধরবেন। একইসঙ্গে তাদের সুযোগ হবে ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিতে অনন্য দেশ রাশিয়াকে খুব কাছ থেকে জানার ও দেখার।

এই আয়োজনে রাশিয়া সরকারের নিমন্ত্রণ ও অর্থায়নে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দৈনিক অধিকারের নির্বাহী সম্পাদক গোলাম যাকারিয়া।

তিনি মার্চের ১- ৭ তারিখ রাশিয়ায় যুব উৎসবে অংশগ্রহণ শেষে মার্চের ৯ তারিখ দেশে ফিরবেন। গোলাম যাকারিয়া সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে দক্ষিণ এশীয় ভূ-রাজনীতি নিয়ে লেখালেখি করেন। এছাড়াও তিনি সরকারের কিছু প্রজেক্টে পরামর্শক হিসেবে কাজ করেন।

উল্লেখ্য, এ আয়োজনের মাধ্যমে বিশ্বের ১৮০টি দেশের প্রায় সাড়ে ৩ হাজার অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড