• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

আশুলিয়ায় পোশাক শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজ করেনি কেউ

  শাকিল শেখ, আশুলিয়া

০৯ নভেম্বর ২০২৩, ১৫:৪০
পোশাক শ্রমিক

পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা সিদ্ধান্ত না মানায় সাভারের আশুলিয়ায় শ্রমিকরা কারখানাগুলোতে প্রবেশ করলেও বেশ কিছু কারখানার শ্রমিকরা কাজ করেনি। আবার কিছু কারখানার শ্রমিকরা একাই বের হয়ে যায় কারখানা থেকে। বেশ কিছু কারখানা ইতোমধ্যেই ছুটি দিয়েছে। এঘটনায় বেশ কিছু কারখানার শ্রমিকরা রাস্তায় বের হয়ে আসলে পরিস্থিতি থমথমে অবস্থার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক ঘুরে দেখা যায় আশুলিয়ার বেশ কিছু পোশাক কারখানায় এমন চিত্র। বাধ্য হয়েই উভয় পাশে অবস্থিত স্টারলিং গ্রুপসহ বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকাল ১১ টার দিকে জানা যায় নরসিংহপুর এলাকায় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। শ্রমিকেরা পুলিশদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়েছে। এর আগে সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এই অঞ্চলের কারখানাগুলোতে সকালে শান্তিপূর্ণ ভাবেই শ্রমিকরা কারখানায় প্রবেশ করে।

শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, সকাল থেকে কয়েকটি কারখানায় শ্রমিকরা প্রবেশ করলেও তারা কাজে যোগ দেননি। কিছু কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ না করে নিজ থেকে বেরিয়ে যান। আবার কিছু কারখানায় শ্রমিকরা কাজ শুরু করলেও আশেপাশের কারখানা ছুটি দিয়ে দেওয়ায় বিশৃঙ্খলার আশংকায় তাদের কারখানায়ও ছুটি দিয়ে দেওয়া হয়।

সকাল ৯টার দিকে জামগড়া এলাকায় একইসাথে কয়েকটি কারখানা ছুটি দেওয়ায় একসাথে কয়েক হাজার শ্রমিক সড়কে বের হয়ে এলে এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিছু শ্রমিক এসময় সড়কের বিভিন্ন পয়েন্টে জড়ো হওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের সড়িয়ে দেয়।

স্টারলিং গার্মেন্টসের শ্রমিক সুলতানা বলেন, শ্রমিকরা কাজ না করায় এবং আশেপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করায় তাদের কারখানাও ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এছাড়াও নিরাপত্তার স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল দিতে দেখা গেছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-০১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সকালে ৪/৫ টি কারখানার শ্রমিকরা বের হয়ে সড়কে এসে বিশৃঙ্খলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি এখনো শান্ত রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড