• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পায়রায় ২৫ জুন থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু 

  নিজস্ব প্রতিবেদক

২৩ জুন ২০২৩, ১৬:০৬
পায়রায় ২৫ জুন থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু 
পায়রা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (ফাইল ছবি)

পায়রা বন্দরে ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে অবস্থান করছে এমভি এথেনা নামে একটি জাহাজ। গতকাল বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত রাত ২টার দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়া থেকে পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে এসে পৌঁছায়। আগামী ২৫ জুন প্ল্যান্ট চালু করার বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।

পায়রা সমুদ্রবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান জানান, এমভি এথেনা জাহাজটি ১০ মিটার গভীরতায় বন্দরের ইনটার অ্যাঙ্করে অবস্থান করছে। এটি ২০০ মিটার লম্বা ও ৩২.২৬ মিটার চওড়া। ১ জুলাই কয়লা নিয়ে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। ইদের পর ধাপে ধাপে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও ১০টির বেশি জাহাজ আসার কথা রয়েছে।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, কয়লা নিয়ে একটি জাহাজ এরই মধ্যে বন্দরে এসে পৌঁছেছে। তবে এখনো আমাদের তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে এসে পৌঁছায়নি।

উল্লেখ্য, কয়লা সংকটের কারণে গত ৫ জুন দুপুর ১২টা ১০ মিনিট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। যে পরিস্থিতি এখনো বিরাজ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড