• বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চমৎকারভাবে ও বিনয়ের সঙ্গে দুঃখপ্রকাশ করেছেন আজমত উল্লাহ: সিইসি

  নিজস্ব প্রতিবেদক

০৭ মে ২০২৩, ১৯:০০
সিইসি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমার সময় শোডাউন এবং আওয়ামী লীগ মনোনীত আজমত উল্লার পক্ষে স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে আজমত উল্লাকে কমিশনে তলব করে ইসি। তাকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

আজ রোববার বেলা ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসি ও অন্য নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে আজমত উল্লার বক্তব্য নেওয়া হয়। এ শোকজের বক্তব্য শুনে সিইসি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লার ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আজমত উল্লা বিনয়ের সঙ্গে দুঃখপ্রকাশ করেছেন। তার বক্তব্যে আমরা সন্তুষ্ট।

সিইসি বলেন, অত্যন্ত চমৎকারভাবে ও বিনয়ের সঙ্গে উনি দুঃখপ্রকাশ করেছেন। উনি বলেছেন, যদি (আচরণবিধি) ভঙ্গ হয়ে থাকে উনি দুঃখিত, অনুতপ্ত। আগামীতে আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। ভুল কিছুটা অজ্ঞতাবশত হয়েছে বলে জানিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচজনের বেশি লোকের উপস্থিতিতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে প্রার্থীর ব্যাখ্যা তুলে ধরে প্রধান নির্বাচন কশিনার জানান, মনোনয়নপত্র জমার দিন বেশ কিছু সংখ্যক কাউন্সিলরও তাদের দলবল নিয়ে এসেছেন শোডাউনের মতো করে। আমরা ওনাকে শোকজ করেছি। উনি বক্তব্য দিয়েছেন। আমরা এখনও সিদ্ধান্ত নেই নি। কিন্তু উনার বক্তব্য বিবেচনা করছি। উনি তো লোকাল লিডার, উনি অত্যন্ত বিনয়ে সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা মনে করলে উনি লিখিতভাবে দেবেন। আমরা ফারদার কোনো তদন্ত করবো না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড