• সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদির সড়কে প্রাণ হারানো ওমরাহযাত্রীদের আটজনই বাংলাদেশি

  বিশেষ প্রতিবেদক

২৯ মার্চ ২০২৩, ০৯:৫৮
সৌদির সড়কে প্রাণ হারানো ওমরাহযাত্রীদের আটজনই বাংলাদেশি
উদ্ধার অভিযান চলছে (ছবি : দ্য ডেইলি সাবাহ)

মুসলমানদের তীর্থস্থান খ্যাত মধ্যপ্রাচ্যের রাষ্ট্র সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২২ ওমরাহযাত্রীর মৃত্যু হয়েছে। ভয়াবহ এ ঘটনায় ২৯ জন আহত হন। যদিও মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে আটজনই বাংলাদেশি বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন।

গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) রাত পৌনে ১০টার দিকে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। হতাহত বাংলাদেশিদের মধ্যে অধিকাংশই চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আটজনের একটি তালিকা দেওয়া হয়েছে। যদিও সেই তালিকার আটজনই মৃত নয়। মন্ত্রণালয় বলছে, এটি নিখোঁজ বা মৃতের তালিকা।

এ তালিকায় যে ৮ জনের নাম রয়েছে তারা হলেন- মো. ইমান হোসাইন রনি (টঙ্গি, গাজীপুর), মামুন মিয়া (মুরাদনগর, কুমিল্লা), শহিদুল ইসলাম (সেনবাগ, নোয়াখালী), মো. হেলাল (নোয়াখালী), রাসেল মোল্লা (মুরাদনগর, কুমিল্লা), সবুজ হোসাইন (লক্ষ্মীপুর), মো. আসিফ (মহেশখালী, কক্সবাজার) এবং বকু মিয়া (চাঁদপুর)।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সৌদি আরবে যে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে সেটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশি ছিলেন ৩৫ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বাংলাদেশিদের সৌদি আরবের বাংলাদেশ মিশন দেখভাল করছে বলেও জানান পররাষ্ট্রের মুখপাত্র।

এ দিকে সৌদি আরবের আল-এখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, সোমবার মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর সঙ্গে সংঘর্ষে বাসটি উল্টে আগুন ধরে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চ্যানেলটি নির্দিষ্ট সমস্যার কথা উল্লেখ না করে জানায় দুর্ঘটনা কবলিত ‘গাড়ির সমস্যা’ হয়েছিল।

অপর দিকে সৌদির বেসরকারি সংবাদপত্র ওকাজ বলছে, দুর্ঘটনাটি বাসের ব্রেকের সমস্যার কারণে হয়েছে। এর ফলে বাসটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়।

আসির প্রদেশের ঘটনাটি ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। রমজানে বহু মানুষ ওমরাহ করতে মক্কায় যাচ্ছেন এবং হজের আর মাত্র কয়েক মাস বাকি, এমন সময়ে এ ঘটনা ঘটল।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও চারজন আহত হয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড