নিজস্ব প্রতিবেদক
পবিত্র ইদুল ফিতরে ঘরমুখো এবং ফিরতি যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
আজ বুধবার (২১ মার্চ) বেলা সাড়ে ১২টায় রেলভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
কিতি বলেছেন, আসন্ন ইদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে।
এর আগে গতকাল মঙ্গলবার (২১ মার্চ) রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানিয়েছিলেন, আগামী ৭ এপ্রিল থেকে পবিত্র ইদুল ফিতরের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এবারের ইদযাত্রার সব টিকিট অনলাইনে বিক্রি হবে।
তিনি আরও জানান, কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। এ লক্ষ্যে ১ এপ্রিল থেকে কাউন্টারে টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে। আর ইদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড