• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভবনের ভেতরে আর কোনো লাশ নেই : ফায়ার সার্ভিস

  নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ ২০২৩, ১৪:০৫
ভবনের ভেতরে আর কোনো লাশ নেই : ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে (ছবি : অধিকার)

রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারের বিস্ফোরণে বিধ্বস্ত ভবন থেকে মেহেদী হাসান স্বপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মূলত এরপরই ভবনে আর কোনো মৃতদেহ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সে হিসেব অনুযায়ী- বিস্ফোরণ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়াল।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২টা ১০ মিনিটে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি স্যানেটারী ব্যবসায়ী মেহেদী হাসান স্বপনের। নিহতের স্বজন স্যানেটারী ব্যবসায়ী আব্দুস সাত্তার বাবুল মৃতদেহ শনাক্ত করেন।

ক্ষতিগ্রস্ত ভবনের সামনে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, উদ্ধার হওয়া মরদেহের ওজন প্রায় ২০ কেজি, এ জন্য দুটি ব্যাগ ব্যবহার করতে হয়েছে। মরদেহ মেহেদী হাসান স্বপনের সঙ্গে মিলে যায়। ভবনে আর কোনো মৃতদেহ নেই।

দুর্ঘটনার তদন্ত কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, কাজ শুরু করেছে তদন্ত কমিটি। ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবেন।

স্বপনের মৃতদেহ পাওয়ায় ফায়ার সার্ভিসের প্রতি কৃতজ্ঞ জানান নিহতের স্বজন আব্দুস সাত্তার বাবুল।

এ সময় তিনি বলেন, স্বজন হারিয়েছি, কর্মচারী হারিয়েছি। আমাদের দোকানে ৪-৫ কোটি টাকারও ক্ষতি হয়েছে।

এরপর গত তিনদিন ধরে ক্ষতিগ্রস্ত ভবনের বেসমেন্টে থাকা দোকান বাংলাদেশ স্যানিটারি ম্যানেজার মেহেদী হাসান স্বপনের মৃতদেহের খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বপনের চাচাত ভাই ইত্তেহাদ লিংকন জানিয়েছিলেন, ঢাকার সব হাসপাতালে এবং মর্গে খুঁজেও ভাইকে পাইনি।

উল্লেখ্য, নিখোঁজ এ ব্যবসায়ীর খোঁজে আজ সকাল সোয়া ৯টায় অভিযান শুরু করেছিল ফায়ার সার্ভিস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড