• মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজ ‘বিপজ্জনক’ পর্যায়ে ঢাকার বায়ু

  অধিকার ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৬
আজ ‘বিপজ্জনক’ পর্যায়ে ঢাকার বায়ু
ঢাকায় বায়ুদূষণ (ফাইল ছবি)

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বায়ু আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ৩৩৫ স্কোর নিয়ে আজ আইকিউ এয়ারের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠেছে ঢাকা।

শুক্রবার সকাল সাড়ে আটটায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, ২৫৮ স্কোর নিয়ে ঢাকার পরে অবস্থান করছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের রাজধানী দিল্লি। ২১৩ স্কোর নিয়ে এর পরের স্থানে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের লাহোর শহর।

এ সময়ে দেখা যায়- ১৮৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের রাজধানী কাবুল। আর পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ১৮৭।

এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে- এশিয়ার পরাশক্তি চীনের রাজধানী বেইজিং, ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই, ভিয়েতনামের হ্যানয়, চীনের উহান এবং উগান্ডার কাম্পালা।

এর আগে পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ৯৯টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই রয়েছে ঢাকা।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী- ভালো বায়ুর তালিকায় চার স্কোর নিয়ে ৯৮ ও ৯৯ নম্বরে, সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড